রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশে দল বেঁধে অংশ নিয়েছেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর লোকজন। তারা সশরীরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে এসেছেন। বুধবার নগরীতে আনন্দ মিছিল নিয়ে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত জনসমাবেশে অংশগ্রহণ করেন তারা। ‘রাষ্ট্র সমাজ পরিবারে, সমান হবো অধিকারে’ এবং ‘প্রধানমন্ত্রীর আগমন রংপুরে স্বাগতম’-লেখা প্ল্যাকার্ড নিয়ে তারা মিছিল করতে করতে জনসভায় অংশ নেন।
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে ভোটাধিকার ও স্বীকৃতি প্রদানের জন্য তারা অনেক বেশি আনন্দিত এবং গর্বিত। সেই কৃতজ্ঞতার জায়গা থেকে কোনো রাজনৈতিক দলের কিংবা কারো নেতৃত্বে নয় বরং তারা নিজেদের অর্থায়নে, নিজেদের উদ্যোগে এ জনসমাবেশে উপস্থিত হয়েছেন।
রংপুর হিজড়া জনগোষ্ঠীর নেতা আনোয়ারা ইসলাম রানী বলেন, আমাদের নিজেদের কোনো দোষ নেই। তারপরও জন্মের পর থেকেই আমরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছে অবহেলিত, লাঞ্ছিত এবং বঞ্চিত ছিলাম। আমরা সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সমাজে রাষ্ট্রে স্বীকৃতি দিয়েছেন। আমাদের ভোটাধিকার দিয়েছেন। আমরা আজ রাষ্ট্রের নাগরিক। এজন্য আমরা হিজড়া জনগোষ্ঠী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিরকৃতজ্ঞ। আমরা আজকের সমাবেশে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাতে চাই, আমাদের মহান জাতীয় সংসদে যেন হিজড়া জনগোষ্ঠী প্রতিনিধিত্ব করতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার পদক্ষেপ নেবেন।
সকাল ৮টা থেকে সভাস্থল নগরীর ঐতিহাসিক রংপুর জিলা স্কুল মাঠে দূর-দূরান্ত থেকে রঙিন টি-শার্ট ও ক্যাপ পরিহিত নেতাকর্মীরা ঢাকঢোল পিটিয়ে আসতে শুরু করেন। রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায় বিকেল ৩টায় জিলা স্কুল মাঠের জনসভায় উপস্থিত হবেন প্রধানমন্ত্রী। পরে জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই