জনসভায় যোগ দিতে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে হেলিকপ্টারে রংপুরে পৌঁছান তিনি। বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় জনসভায় যোগ দেবেন। তাঁকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে কয়েক হাজার নেতাকর্মী। আনন্দ মিছিল থেকে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়। সেই সঙ্গে তাঁর প্রতি কৃতজ্ঞতাও জানানো হয়।
বুধবার সকাল থেকে বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা স্কুল মাঠের দিকে আসছে। জেলা ও বিভাগী লাখ লাখ মানুষ বিভাগীয় মহাসমাবেশে উপস্থিত হওয়ার জন্য আসছেন। তাদের হাতে রয়েছে পতাকা। মিছিল থেকে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে ‘প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’ বলে স্লোগান দেন নেতাকর্মীরা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দু’টি নির্বাচনী জনসভা করেন। সাড়ে চার বছরের বেশি সময় পর তিনি আবার রংপুরে আসছেন।
এর আগে, ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় রংপুরের উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শেখ হাসিনা। প্রতিশ্রুতির আলোকে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও যোগাযোগব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন রংপুরের পুত্রবধূ বঙ্গবন্ধুকন্যা।
বিডি-প্রতিদিন/শফিক