বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আগামীকাল শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার।
এর আগে গত মঙ্গলবার (১ আগস্ট) নির্ধারিত শান্তিপূর্ণ সমাবেশ স্থগিত করে নতুন কর্মসূচি হিসেবে ৪ আগস্ট সমাবেশ করার ঘোষণা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এদিন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ আগস্ট রাজধানী ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। আশা করি পুলিশ প্রশাসন এ ব্যাপারে সহযোগিতা করবে আমাদের।
বিজ্ঞপ্তিতে ১ আগস্টের কর্মসূচি স্থগিত করার কথা উল্লেখ করে বলা হয়, আমরা নগরবাসীকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে চাই।
এর আগের ঘোষণায় রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার কথা ছিল। গত ২৮ জুলাই সব মহানগরী এবং ৩০ জুলাই সব জেলা সদরে শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচি ছিল দলটির।
বিডি প্রতিদিন/আরাফাত