২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৩৯

আজ রাজধানীর যেসব এলাকায় আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ

অনলাইন ডেস্ক

আজ রাজধানীর যেসব এলাকায় আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ

প্রতীকী ছবি

আজ সোমবার রাজধানীর প্রবেশ মুখে পাল্টাপাল্টি সমাবেশ আয়োজন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি। বিকালে রাজধানীর উত্তরা, যাত্রাবাড়ী, ধোলাইখাল ও আমিনবাজারে এসব সমাবেশ অনুষ্ঠিত হবে।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে পুরান ঢাকার সূত্রাপুরের ধোলাইখালে বেলা তিনটায় সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

একই দাবিতে বেলা আড়াইটা থেকে আমিনবাজার চিশতি ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় সমাবেশ করবে ঢাকা জেলা বিএনপি।

অন্যদিকে রাজধানীর উত্তরার আজমপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বেলা বেলা দুইটার দিকে এ সমাবেশ শুরু হবে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর