বর্তমান সরকারকে বিদায় করতে না পারলে দেশকে রক্ষা করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বৃহস্পতিবার খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাবেক এমপি আহসান হাবিব লিংকনের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভার আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন।
শামসুজ্জামান দুদু বলেন, এই সরকারকে বিদায় করতে না পারলে, বাংলাদেশকে রক্ষা করা কঠিন হবে। মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশ থাকবে না। বাংলাদেশকে যদি সত্যিকারের বাংলাদেশ রাখতে হয়, তাহলে গণতান্ত্রিক, মানবাধিকারের, স্বাধীনতার বাংলাদেশ গড়তে হবে।
তিনি বলেন, দেশে আপনি স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারবেন না। যার চিকিৎসা দরকার, তার চিকিৎসা হবে না, যদি কর্তা মনে না করেন। আপনি জামিন পাবেন না, যদি আপনি সরকারের কৃপায় না থাকেন। আর যদি আপনি সরকারের কৃপায় থাকেন, শপথবদ্ধ রাজনীতিবিদদের কৃপায় থাকেন, তাহলে আপনি ব্যাংক ফাঁকা করে ফেলবেন, লুটের চূড়ান্ত সীমায় পৌঁছবেন, আপনার তদন্তই হবে না। আপনি যাই করেন, আপনি সিংহের মতো ঘুরে বেড়াবেন।
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত