৪ নভেম্বর, ২০২৩ ০৮:৫৯

আজ বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

অনলাইন ডেস্ক

আজ বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

ফাইল ছবি

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত উদ্বোধন উপলক্ষে আজ বন্ধ থাকছে মেট্রোরেল চলাচল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর আড়াইটার দিকে এর উদ্বোধন করবেন বলে জানা গেছে।

র‌্যাপিড ট্রানজিট লাইন-৬ (এমআরটি লাইন-৬) এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ১ নভেম্বর বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, এমআরটি লাইন-৬ আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠান থেকে এমআরটি লাইন-৫ অর্থাৎ হেমায়েতপুর থেকে ঢাকার ভাটারা পর্যন্ত মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধনও করবেন তিনি।

অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৪ নভেম্বর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। যাত্রীদের সাময়িক অনুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর