আগামীকাল শনিবার থেকে তৃণমূল বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। শুক্রবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন দলটির ভাইস চেয়ারপসন ও মিডিয়া উইং চীফ মো. সালাম মাহমুদ।
তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎকার নেওয়া হবে।
শনিবার বেলা ১২ টা থেকে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পরের দিন রবিবার (২৬ নভেম্বর) বেলা ১২ টা থেকে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল