নারায়ণগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীর সমর্থক মাহফুজকে বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গোলাকান্দাইল নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মাহফুজের আপন বড় ভাই মাসুম মাত্র ৭-৮ মাস আগে গোলাকান্দাইল নতুন বাজার এলাকার মিল্লাতের ছেলে সানিকে হত্যা করে। সেই হত্যা মামলার আসামি মাসুম।
পুলিশ আরও জানিয়েছে, মাহফুজের বাবার নাম মিসির আলী। নতুন বাজার এলাকার চিন্তিত সন্ত্রাসী গাজীর পালিত চাঁদাবাজ। তাদের পুরো পরিবারই বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত।
এদিন নৌকার প্রার্থী গাজীর সমাবেশ ঘিরে কাঞ্চন বাজারের মূল রাস্তা বন্ধ করে দেয় গাজীর সমর্থকরা। সমাবেশ শুরু হওয়ার কথা বিকাল ৪টায় কিন্তু সকাল থেকেই রাস্তা বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। একজন প্রার্থীর নির্বাচনের প্রচারের কারণে এভাবে দিনভর রাস্তা বন্ধ রাখা যায় কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা মানুষ।
নিরাপত্তা রক্ষীদের সাথে কথা বলে জানা যায়, বাজার কমিটি বিকালে গাজীর সমাবেশের কারণে সকাল থেকে রাস্তা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। একজন মন্ত্রীর এভাবে প্রভাব খাটানোর বিষয়টি এলাকাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল