দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। মোট ৩০০টির মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ চলছে। নওগাঁ-২ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে পরে ভোট হবে।
এদিকে, নির্বাচনের সময় গণপরিবহন চলাচলের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা না থাকলেও ভোটের দিন সকালে রাজধানীর সড়কগুলো প্রায় ফাঁকা। নেই গণপরিবহন ও যাত্রীর চাপ। তবে ভোটের কারণে আজ সাধারণ ছুটি।
সকালে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, খিলগাঁও, রামপুরা, মালিবাগ, শান্তিনগর, পল্টন এলাকায় দেখা গেছে রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম। তবে অধিকাংশ জায়গায় রাস্তায় তেমন যাত্রীও ছিল না। দু/একটি গাড়ি কিছু সংখ্যক যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছিল।
তবে বাসের তুলনায় রাস্তায় সিএনজি ও রিকশা বেশি দেখা যায়। কিছু কিছু এলাকায় যাত্রী দেখা গেছে। সেসব জায়গায় গণপরিবহনের জন্য তাদের কিছুটা অপেক্ষা করতে হচ্ছে।
এদিকে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক দুদিন ছুটির পর আজ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি। সব মিলিয়ে একটা ছুটির আমেজ বিরাজ করছে রাজধানীজুড়ে। এছাড়াও বিএনপির ডাকে চলছে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি।
বিডি প্রতিদিন/আজাদ