খেলার মাঠে মেজাজ হারানোর ঘটনা নতুন কিছু নয় তবে এবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভোটের মাঠেও এক ভক্তের ওপর চড়াও হয়েছেন। সেরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
যদিও ডিসমিসল্যাব-এর তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটেছিল ২ জানুয়ারি। ভোটের দিন ভিডিওটি নানা মাধ্যমে ভাইরাল হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়। অনেকেই এটিকে ভোটের দিনে ভিডিও ভেবে ভুল করেছেন।
তবে আসল ঘটনা ঘটে ২ জানুয়ারি। সেদিন নির্বাচনি জনসভায় মাগুরা থেকে সাকিব ফরিদপুরে আসলে সেখানেই ঘটনাটি ঘটে বলে জানা যায়।
একাধিক মূলধারার গণমাধ্যমের ইউটিউব চ্যানেল, নানারকম ফেসবুক পেজ ও ব্যক্তিগত প্রোফাইলেও ভিডিওটি অনেক শেয়ার হয়েছে। আর সব জায়গাতেই সঠিক দিনক্ষণ উল্লেখ না থাকায় বিভ্রান্ত আরো বাড়ে।
তবে আসল ঘটনাটি ঘটে ২ জানুয়ারি। নির্বাচনি জনসভায় সেদিন ফরিদপুরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সমাবেশে যোগ দিতে মাগুরা থেকে ফরিদপুর যান সাকিব। সেখানে ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে জনসংযোগ করেন তিনি। সমাবেশ শেষ করে মাগুরার উদ্দেশে রওনা দেওয়ার ঠিক আগেই ওই ঘটনাটি ঘটে। এসময় মেজাজ হারিয়ে উৎসুক জনতার ওপর চড়াও হয়েছিলেন সাকিব।সাকিবের সেদিনের পোশাক এবং ভোটের দিনের পোশাকে মিল থাকাতেই বিভ্রান্তি আরো বাড়ে।
মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন সাকিব। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিল চারজন।
বিডি-প্রতিদিন/বাজিত