বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বর্তমান সরকার কখনোই জনগণের সরকার নয়। যেখানে টাকা আছে সেখানে তারা উন্নয়নের কথা বলে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, সরকারের সব অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। কর্মসূচিতে যোগ দিয়ে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি লুৎফর রহমান।
বিডি প্রতিদিন/আরাফাত