রাজধানীর তিনটি আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে দূরপাল্লার বাস।
শুক্রবার (২৬ জুলাই) সকালে সড়ক পরিবহন মালিক সমিতি, বাসের চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে।
জানা গেছে, সকালে গাবতলী থেকে কিছু বাস উত্তরবঙ্গের দিকে, মহাখালী থেকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণার দিকে, সিলেট রুটে এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম ও দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকে ছেড়ে গেছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সামদানী খন্দকার বলেন, কারফিউ শিথিলের সময়ের ওপর নির্ভর করে আমাদের গাড়িগুলো দূরপাল্লার উদ্দেশে ছেড়ে গেছে। সময়ের সঙ্গে সমন্বয় গাড়ি ছাড়া হচ্ছে।
এদিকে, বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৮ ঘণ্টায় ২০ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। ফলে সেতুর চিত্রও স্বাভাবিক হতে শুরু করেছে।
হাইওয়ে এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান বলেন, গত ৩ দিনের তুলনায় আজ মহাসড়কে গাড়ি প্রায় দ্বিগুণ চলাচল করছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন