বিজয়ের ৫৩তম বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিজয় উৎসবের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। উৎসবের অনুষ্ঠানমালায় থাকবে বিভাগীয় পর্যায়ে একযোগে জাতীয় যন্ত্রসংগীত উৎসব, কাওয়ালি মাহফিল, গণঅভ্যুত্থানের গান, বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের অনুষ্ঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অঙ্কিত গ্রাফিতিকে উপজীব্য করে ‘জুলাই ২০২৪’ শীর্ষক নকশিককাঁথা তৈরির কর্মশালা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আলোকচিত্র প্রশিক্ষণ, পাক্ষিক বাহাস সিরিজ, সাধুমেলা, নাটক, শহীদ বুদ্ধিজীবী দিবস পালন, মহান বিজয় দিবস পালন, ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান, ভাওয়াইয়া গানের অনুষ্ঠান, লোকসাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
বুধবার বিকালে একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের এসব তথ্য জানান শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।
এতে আরও উপস্থিত ছিলেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ-সহ সকল বিভাগের পরিচালক ও কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/একেএ