আজ শুক্রবার ছুটির দিনেও রাজধানী ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’। শুক্রবার ঢাকার বায়ুদূষণের বড় উৎসগুলো যেমন যানবাহনের চলাচল কম, আবার অনেক কলকারখানাও বন্ধ রয়েছে।
আজ সকাল ১০টার দিকে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান সপ্তম। আজ আইকিউএয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান ১৮৫। বায়ুর এই মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
আজ বিশ্বে বায়ুদূষণে ২৭০ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে পাকিস্তানের করাচি। এরপর ভিয়েতনামের হ্যানয়ের স্কোর ২৩৩। আজ দেশের অন্য বিভাগীয় শহরের মধ্যে চট্টগ্রামের বায়ুর মান ৯১, রাজশাহীতে ১৬৮ আর খুলনায় ১৫৮।
এদিকে, আজ ঢাকা ও আশপাশের তিনটি সর্বোচ্চ দূষিত এলাকার মধ্যে আছে ইস্টার্ন হাউজিং (২৩৩), মহাখালীর আইসিডিডিআরবির কার্যালয় (২১৪), ও কল্যাণপুর (২০৯)।
উল্লেখ্য, আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান। যারা নিয়মিত বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে থাকে। প্রতিষ্ঠানটি বাতাসের মান নিয়ে তৈরি করে এই একিউআই সূচক, যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
বিডি-প্রতিদিন/শফিক