জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) আইন পর্যালোচনা করতে নির্বাচন কমিশন (ইসি) বৈঠক ডেকেছে। আগামী রবিবার বেলা ১১টায় নির্বাচন ভবনে এই বৈঠক হবে।
ইসির সংস্থাপন শাখার উপসচিব মো. শাহ আলম গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন।
আদেশে বৈঠকের অন্য দুটি আলোচ্য বিষয়ও রাখা হয়েছে। এর মধ্যে একটি হলো চট্টগ্রাম অঞ্চলে বিশেষ ভোটার নিবন্ধন সংক্রান্ত ‘বিশেষ তথ্য ফরম (ফরম-২ এর অতিরিক্ত তথ্য)’ ব্যবহার নিয়ে আলোচনা। আরেকটি হলো, নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল কাঠামো ও সরঞ্জামাদি হালনাগাদকরণ সম্পর্কে আলোচনা।
এই বৈঠকটি, যা ২১ নভেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকে এএমএস নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের দ্বিতীয় বৈঠক, গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনার জন্য ডাকা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ