ইংরেজি দৈনিক ডন পুনরায় প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পত্রিকাটির প্রকাশক এরশাদ হোসেন রানা এ বিষয়ে সকল গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে জানান, ২০২১ সালে তৎকালীন ফ্যাসিবাদী সরকার ডন-এর প্রকাশনা বন্ধ করে দেয়। তৎকালীন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ একটি বিশেষ গোষ্ঠীর পক্ষে পত্রিকাটিকে প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু প্রকাশক তা প্রত্যাখ্যান করলে, ঢাকার তৎকালীন জেলা প্রশাসক পত্রিকাটি বন্ধের আদেশ দেন।
সম্প্রতি, প্রকাশক এই ইংরেজি দৈনিকটি নতুন রূপে ও আধুনিক কলেবরে পুনঃপ্রকাশের উদ্যোগ নিয়েছেন। প্রকাশকের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিজ্ঞ ও প্রথিতযশা সাংবাদিক শেখ মহিউদ্দিন আহমেদ পত্রিকাটির প্রধান সম্পাদক (Editor-in-Chief) হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য, শেখ মহিউদ্দিন আহমেদ দীর্ঘ প্রায় ২০ বছর নির্বাসিত জীবন কাটিয়ে সম্প্রতি দেশে প্রত্যাবর্তন করেছেন। তিনি ডাবলিন সিটি ইউনিভার্সিটি, আয়ারল্যান্ড থেকে ইন্টারন্যাশনাল জার্নালিজম স্টাডিজে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত/ইই