টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অনুপম শাহজাহান জয়কে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি প্রয়াত সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের ছেলে। গতকাল সন্ধ্যায় গণভবনে দলের সংসদীয় বোর্ডের এক সভায় তাকে দলীয় প্রার্থীর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২০ জানুয়ারি সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুবরণ করেন। ফলে আসনটি শূন্য হয়। আসনটিতে আগামী ২৩ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।