রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

ভারত-বাংলাদেশ জঙ্গি দমনে এক হয়ে কাজ করবে

ভারতীয় ডেপুটি হাইকমিশনার

বিশ্বে সন্ত্রাস যেভাবে বেড়েছে তাতে করে বাংলাদেশ-ভারতকে জঙ্গি দমনে এক হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী। গতকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী সাতক্ষীরার শহীদ আবদুর রাজ্জাক পার্কে বাংলাদেশ রুখে দাঁড়াও এবং ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ও যুব একাডেমির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পৃথিবীতে বাংলাদেশ ও ভারতের মতো সুন্দর দেশ আর নেই মন্তব্য করে সন্দীপ চক্রবর্তী বলেন, এ দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে মৈত্রী ও সম্প্রীতির বিকাশ ঘটাতে হবে।

এ দেশকে বিশ্বের বুকে আরও সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে আমরা একসঙ্গে কাজ করছি বলে মন্তব্য করেন তিনি।

এ সময় সন্দীপ চক্রবর্তী সাতক্ষীরাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরকে আরও আধুনিকায়ন ও ভারতের ভিসার জন্য ই-টোকেন প্রাপ্তি সহজীকরণে আন্তরিক বলে জানান। সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ এতে সভাপতিত্ব করেন।

সর্বশেষ খবর