বর্তমান সরকারকে 'অবৈধ' আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘অবৈধ সরকারের বিরুদ্ধে সাধারণ আন্দোলন করলে হবে না। পূর্ণ শক্তি দিয়ে আন্দোলন করতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের লড়াই হতে হবে গণতন্ত্রের মুক্তির জন্য। তারেক রহমানের মুক্তির জন্য লড়াই করলে তিনিও মুক্ত হবেন না, গণতন্ত্রও মুক্তি পাবে না।’
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্র্যাটিক মুভমেন্ট আয়োজিত ‘তারেক রহমানের কারামুক্তি দিবস ও ১/১১ এর প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র বলেছেন, ইবলিশের মতো রাজনীতিবিদদের হাত থেকে রাজনীতিকে মুক্ত করতে না পারলে রাজনীতি ও গণতন্ত্র কোনোটাই রক্ষা পাবে না।
তিনি বলেন, ‘শেখ হাসিনা মনে করেন জনগণ নয়, ভারতই ক্ষমতার উৎস।’
প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে পিয়ন আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তিনি (এরশাদ) এখন প্রধানমন্ত্রীর গোপন এবং প্রকাশ্য চিঠিপত্র আনা-নেওয়ার দায়িত্ব পেয়েছেন।’
গয়েশ্বর বলেন, বিএনপিতে একটি দুর্বলতা রয়েছে। তা হচ্ছে আমরা শুধু অপরাধীকে ক্ষমাই করি না, পুরস্কৃতও করি। সাম্প্রতিক কালের আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে আমরা বার বার অপরাধ ক্ষমা করব কিনা।
সংসদে গয়েশ্বরের প্রতি বিশোদগার করায় শেখ সেলিম এবং স্পিকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, তিনি (শেখ সেলিম) আমার প্রতি বিষোদগার করেছেন কিন্তু স্পিকার বাধা দেননি। স্পিকার সাবালক হলে বাধা দিতেন। আমি সংসদে উপস্থিত ছিলাম না। আমি তার বক্তব্যের জবাব দিব কিভাবে?
সভায় সংগঠনের সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।