বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

শিক্ষার মানোন্নয়নে মাউশি ব্র্যাক সমঝোতা স্বাক্ষর

মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এবং ব্র্যাকের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে এ সমঝোতা স্বাক্ষরিত হয়। এ সময় মাউশির মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন ও ব্র্যাকের শিক্ষা কর্মসূচির পরিচালক ড. শফিকুল ইসলাম উভয় প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। সমঝোতা অনুযায়ী বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি, ব্যবস্থাপনা, উপবৃত্তি প্রদান, বিনামূল্যে বই বিতরণে এক সঙ্গে কাজ করবে উভয় প্রতিষ্ঠান।
 শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে মাউশির বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে কার্যক্রম পরিচালনা করবে ব্র্যাক।
 

সর্বশেষ খবর