বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শিগগিরই ১৫ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ থেকে শিগগিরই ১৫ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। অনলাইনে এ কাজ সম্পন্নের জন্য একটি কোম্পানিকে দায়িত্ব দিচ্ছে মালয়েশিয়া সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি আহমেদ জাহিদ হামিদি এ কথা জানান। গতকাল ‘দি মালয়েশিয়ান মেইল অনলাইন ডটকম’-এ প্রকাশিত খবর থেকে এ তথ্য জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিচারাধীন বিষয়টি চূড়ান্ত করবে মায়েশিয়া সরকার। মন্ত্রী বলেন, সিনারফ্লাক্স নামে একটি কোম্পানিকে চূড়ান্ত তালিকায় রেখেছে তার মন্ত্রণালয় ও ইমিগ্রেশন বিভাগ। কোম্পানিটির আনুষ্ঠানিক প্রস্তাব বিচার বিবেচনা ও আলোচনার মাধ্যমে তারা এ সিদ্ধান্তের দিকে এগিয়েছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে শ্রমিক আমদানিতে অনলাইন ব্যবস্থাপনার যাবতীয় কাজ করবে এই কোম্পানিটি। যদিও জাহিদ হামিদি জানান, এই চুক্তি এখনো কাগজে-কলমে সম্পন্ন হয়নি। এর কারণ হিসেবে তিনি বলেন, যেহেতু বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমিক  চুক্তির বিষয়টি চূড়ান্ত পর‌্যায়ে রয়েছে সেহেতু আমরা কোম্পানিটির সঙ্গে এখনো চুক্তি স্বাক্ষর করিনি।

সর্বশেষ খবর