মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

দেশ আজ কারাগারে পরিণত হয়েছে

------------------ মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমগ্র দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। এ কারাগার ভাঙতে হবে। গতকাল বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের পরিচালনায় সভায় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে নির্বাসিত ও হরণ করা হয়েছে। এমন কোনো নেতা-কর্মী নেই যার জেলে যেতে হয়নি। ’৭১-এ মানুষ কারাগারে যাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেনি। মানুষের জন্য এগিয়ে যেতে হবে। গণতন্ত্র উদ্ধার করতে হবে। তিনি বলেন, জিয়াউর রহমান আমাদের নতুন করে বিশ্ব দরবারে পরিচিত করেছিলেন। সেটাই হচ্ছে জাতীয়তাবাদ। তিনি গোটা জাতিকে একত্রিত করে জাতীয় ঐক্য সৃষ্টি করেছিলেন।  তিনি ছিলেন মহানায়ক। এখন সরকার তাকে খলনায়ক বানাতে চায়। সরকার জিয়াউর রহমানের কবর তুলে ফেলতে চায়। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে জিয়াউর রহমানের নাম নেই। ১৬ কোটি মানুষের যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে তা জিয়াউর রহমানের আমল থেকেই শুরু হয়েছিল। তিনি সারা দেশে খাল কেটে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মোস্তাহিদুর রহমান, সাংবাদিক শফিক রেহমান, অর্থনীতিবিদ ড. মাহবুবুল্লাহ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ডা. জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপি নেতা ফজলুল হক মিলন, ড. আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ সভায় অংশ নেন।

সর্বশেষ খবর