শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
হবিগঞ্জের ৪ শিশু হত্যা

মামলা শিশু আদালতে স্থানান্তর ৭ সেপ্টেম্বর অভিযোগ গঠন

হবিগঞ্জ প্রতিনিধি

বিবাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের বয়স বিবেচনায় হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চাঞ্চল্যকর চার শিশু হত্যা মামলাটি নারী ও শিশু আদালত থেকে শিশু আদালতে স্থানান্তর করা হয়েছে। ফলে গতকাল অভিযোগ গঠন করা হয়নি। আগামী ৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করা হয়েছে। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ এ আদেশ দেন। গতকাল সব আসামিকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের জন্য বাদী পক্ষের আইনজীবী আবেদন করলে বিজ্ঞ বিচারক সেটি শিশু আদালতে বদলি করেন এবং সেখানেই অভিযোগ গঠনের পর বিচার শুরু হবে। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো জানান, হবিগঞ্জে যেহেতু শিশু আদালতের বিচারক নেই তাই আপাতত অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন হয়তো মামলাটি পরিচালনা করবেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আবুল হাশেম মোল্লা মাসুম জানান, শিগগিরই হবিগঞ্জে শিশু আদালতের বিচারক নিয়োগ করা হবে। বিচারক এলে মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে। সাধারণ মামলাগুলোর জন্য দীর্ঘ সময় পর তারিখ পড়লেও এই মামলার তারিখ ঘন ঘন হবে। প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি বাড়ির পাশে বালুমাটিতে পোঁতা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর