রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাউবোর অর্থ পানির নিচে নয়, ডাঙায় চুরি হয়

-------------- আনিসুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অর্থ এখন আর পানির নিচে চুরি হয় না, ডাঙায়ই হয়। মাটির কাজে চুরি হয়, ড্যাম্পিং কাজে টাকা চুরি হয় না। পানির নিচের কাজে চুরি এখন বন্ধ, আস্তে আস্তে ওপরে যে কাজে চুরি হয় তাও বন্ধের চেষ্টা হচ্ছে। গতকাল রাজধানীর পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) সম্মেলনকক্ষে ‘ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) আয়োজিত ‘বন্যা ও নদী ভাঙন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নদী ভাঙন রোধে ড্রেজিংয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ করতে হলে নদী ড্রেজিং করতে হবে। পাউবো দেশের নদীগুলোকে নয়টি ভাগে ভাগ করে কাজ করছে। তিনি বলেন, কিছু দেশ আমাদের নদী থেকে বালু নিতে চায়। এ বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। আমাদের নদীগুলোয় প্রতি বছর ১.৫ বিলিয়ন টন বালু যায়। এ বালু দেশের কাজে লাগাতে পারলে চর ওঠা বন্ধ হবে। ভাঙনের কারণে প্রতি বছর ৫ থেকে ৬ হাজার একর জমি নদীগর্ভে বিলীন হয়, গৃহহীন হয় ৫০ হাজারেরও বেশি মানুষ। নদী ভাঙন এখন একটি ক্যান্সার। তাই নদী ভাঙন রোধে জোর দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর