শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রিজভীর জামিন কারামুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

নাশকতার অভিযোগে রাজধানীর রমনা থানায় করা এক মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেয়। এ ছাড়া আদালত তার জামিনের প্রশ্নে রুলও জারি করে। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম সুমন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম। পরে আইনজীবী জহিরুল ইসলাম সুমন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সর্বশেষ মামলায় জামিন পাওয়ার ফলে বিএনপি নেতা রিজভীর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। নাশকতার ছয় মামলায় গত ১৮ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন রিজভী। জামিনের আবেদন নামঞ্জুর করে ওইদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে ৭ সেপ্টেম্বর পাঁচ মামলায় জামিন পান রিজভী। বাকি মামলায়ও গতকাল তিনি জামিন পেলেন।

সর্বশেষ খবর