সোমবার, ৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

হিযবুতের মামলা পরিচালনা করলেন এপিপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের পক্ষে মামলা পরিচালনা নিয়ে অতিরিক্ত মহানগর পিপি মোহাম্মদ নোমান চৌধুরী এবং জেলার সহকারী পিপি (এপিপি) মানস দাশ বিচারকের সামনেই উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। সরকারি দুই কৌঁসুলির মধ্যকার বাকবিতণ্ডায় আদালত মামলার কার্যক্রম মুলতবি করে। গতকাল দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নূরুল ইসলামের সামনে এ ঘটনা ঘটে।  আদালত সূত্রে জানা যায়, হিযবুত তাহ্রীরের সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় গতকাল আদালতে দুজনের সাক্ষ্য গ্রহণ হয়। দুজনের জবানবন্দি শেষে তাদের জেরা করার জন্য দাঁড়ান মানস দাশ। এ সময় নোমান চৌধুরী প্রতিবাদ জানান। মানস দাশ বাকলিয়া থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া মামলায় [নম্বর ৩৮(১০)১৪] হিযবুত তাহ্রীরের সদস্যদের পক্ষে আদালতে দাঁড়িয়েছিলেন। ওই মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন নোমান চৌধুরী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর