মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা

বিমান বাংলাদেশকে আড়াই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

দুই টিকিট চারজনের কাছে বিক্রি করায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল রাষ্ট্রীয় এই বিমান সংস্থাটির কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয় বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মো. শাহরিয়ার। জানা গেছে, গত বছরের ২০ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মতিঝিল জোনাল অফিস থেকে ঢাকা-কলকাতা-ঢাকা সাতটি রিটার্ন টিকিট কেনেন দেবব্রত সরকার নামে এক ব্যক্তি। একই বছরের ১১ সেপ্টেম্বর বিমানের বিজি-০৯৬ ফ্লাইটটি ওভারবুক ছিল। ৭৪টি সিটের বিপরীতে বুক করা হয় ৭৬টি। এদিন কলকতা থেকে ফেরার পথে দেবব্রত বিমানবন্দরে ফ্লাইট ছাড়ার তিন ঘণ্টা আগে উপস্থিত হন। বিমান উড্ডয়নের এক ঘণ্টা আগে বোর্ডিং পাসের কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। তার কেনা সাতটি টিকিটের বদলে ধরিয়ে দেওয়া হয় পাঁচটি টিকিট। বলা হয়, বাকি দুটি টিকিট অন্যজনের কাছে বিক্রি হয়ে গেছে। অভিযোগকারীর বক্তব্য, ওই ফ্লাইটটিতে কোনো ভিআইপি ছিল না। তার বাকি টিকিটের যাত্রীর মধ্যে তার সন্তানকে তিনি কোলে নিয়ে ফ্লাই করেন এবং অপর সহযাত্রী ওইদিন নিজ খরচে কলকাতায় অবস্থান করেন। ওই সহযাত্রী পরেরদিন অন্য ফ্লাইটে ঢাকায় ফেরেন। এমনকি শিশুটির টিকিটমূল্যও ফেরত দেয়নি বিমান কর্তৃপক্ষ। উভয়পক্ষের বক্তব্য উপস্থাপন শেষে গত ২৬ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে আড়াই লাখ টাকা জরিমান করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর