দুই টিকিট চারজনের কাছে বিক্রি করায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল রাষ্ট্রীয় এই বিমান সংস্থাটির কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয় বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মো. শাহরিয়ার। জানা গেছে, গত বছরের ২০ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মতিঝিল জোনাল অফিস থেকে ঢাকা-কলকাতা-ঢাকা সাতটি রিটার্ন টিকিট কেনেন দেবব্রত সরকার নামে এক ব্যক্তি। একই বছরের ১১ সেপ্টেম্বর বিমানের বিজি-০৯৬ ফ্লাইটটি ওভারবুক ছিল। ৭৪টি সিটের বিপরীতে বুক করা হয় ৭৬টি। এদিন কলকতা থেকে ফেরার পথে দেবব্রত বিমানবন্দরে ফ্লাইট ছাড়ার তিন ঘণ্টা আগে উপস্থিত হন। বিমান উড্ডয়নের এক ঘণ্টা আগে বোর্ডিং পাসের কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। তার কেনা সাতটি টিকিটের বদলে ধরিয়ে দেওয়া হয় পাঁচটি টিকিট। বলা হয়, বাকি দুটি টিকিট অন্যজনের কাছে বিক্রি হয়ে গেছে। অভিযোগকারীর বক্তব্য, ওই ফ্লাইটটিতে কোনো ভিআইপি ছিল না। তার বাকি টিকিটের যাত্রীর মধ্যে তার সন্তানকে তিনি কোলে নিয়ে ফ্লাই করেন এবং অপর সহযাত্রী ওইদিন নিজ খরচে কলকাতায় অবস্থান করেন। ওই সহযাত্রী পরেরদিন অন্য ফ্লাইটে ঢাকায় ফেরেন। এমনকি শিশুটির টিকিটমূল্যও ফেরত দেয়নি বিমান কর্তৃপক্ষ। উভয়পক্ষের বক্তব্য উপস্থাপন শেষে গত ২৬ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে আড়াই লাখ টাকা জরিমান করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী