বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

উদ্ধার হয়নি লুট হওয়া টাকা, গ্রেফতার নেই

নিজস্ব প্রতিবেদক

ঘটনার প্রায় ১ মাস পার হলেও উদ্ধার হয়নি রাজধানীর পুরানা পল্টনে গাড়ির ভিতর থেকে লুট হওয়া সেই ১৫ লাখ টাকা। অভিযুক্ত গাড়ি চালক সজিবও এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। তবে পুলিশ বলছে, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। গত ১৪ আগস্ট সন্ধ্যায় পুরানা পল্টনের শাওন টাওয়ারের সামনে ওই টাকা লুটের ঘটনা ঘটে। মামলার এজাহার সূত্রে জানা যায়, শাওন টাওয়ারের ১৫ তলায় অফিসের কাজ শেষে নিজ প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন-বোনাসের জন্য রাখা ১৫ লাখ টাকার ব্যাগ নিয়ে নিচে নামেন ট্রাইকম ফ্রেইড অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের চেয়ারম্যান নাজমুল আনোয়ার জুয়েল। নামার পর অফিসের নিচে থাকা তার গাড়িতে ওঠেন। হঠাৎ জরুরি প্রয়োজনে তিনি তার টাকার ব্যাগটি গাড়ির ড্রাইভার সজিবের কাছে রেখে ফের অফিসে যান। প্রায় ৩০ মিনিট পর ফিরে এসে দেখেন তার গাড়ির সামনের এবং পেছনের চাকা পাঞ্চার। গাড়িটিও লক করা। গাড়িচালকের জন্য কিছুক্ষণ অপেক্ষার পর আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

টাকা লুটের পর তিনি ধারণা করেন- তার ওই মোবাইলটিও গাড়ির চালক সজিব চুরি করে। এ ঘটনায় নাজমুল আনোয়ার জুয়েল গত ১৫ আগস্ট পল্টন থানায় একটি মামলা করেন। মামলা নম্বর- ১৩।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর