শীতের সবজিতে ভরে উঠছে বাজার। নতুন আলু, শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা, টমেটো, গাজর এখন সব দোকানেই মিলছে। ব্যবসায়ীরা বলছেন, এখন সারা বছরই প্রায় সব ধরনের সবজি পাওয়া গেলেও ক্রেতাদের কাছে শীতকালীন সবজির গুরুত্ব ও চাহিদা আলাদা। আর বাজারে শীতের সবজির সরবরাহ থাকায় ক্রেতারাও চাহিদা মতো কিনতে পারছেন। দামও হাতের নাগালে। তবে কমেনি নতুন আলুর দাম। এখনো প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১০০ টাকা করে। গতকাল রাজধানীর সেগুনবাগিচা কাঁচাবাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজিতে বাজার ভরে গেছে। প্রায় সব ধরনের সবজিতে ১০ থেকে ১৫ টাকা দাম কমেছে। ফুলকপি ২৫ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, লাউ আকার অনুযায়ী বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। গত সপ্তাহ থেকে ১০ টাকা কমে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৩০ টাকায়। ওলকপির কেজিতেও কমেছে ১০ টাকা করে। গত সপ্তাহে ওলকপি বিক্রি হয়েছে ৬০ টাকা করে, গতকাল ছিল ৫০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ৭০ টাকা প্রতি কেজি। জাতভেদে প্রতি কেজি বেগুনের দাম ২০ থেকে ৫০ টাকা। এ ছাড়া পটল ৩০ টাকা, করলা ৫০ টাকা, কচুরমুখী ৩০ টাকা, কাঁচাকলা বিক্রি হচ্ছে হালি প্রতি ২০ টাকায়। সবজির দাম কিছুটা কমায় খুশি ক্রেতারা। গৃহিণী মমতাজ বেগম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত কয়েকদিনের তুলনায় দাম কমেছে। এবার বাজারে দেরিতে সবজি আসায় দামও কমছে দেরিতে। তবে কিছুদিন পরে আরও কমবে। আর বিক্রেতারা জানিয়েছেন, শুরুর দিকে দাম কিছুটা বাড়তি হলেও এখন সবজির সরবরাহ বেশি হওয়ায় দামও কমতে শুরু করেছে। শীত যত বাড়বে সরবরাহ আরও বাড়বে, তখন দামও তত কমবে। স্বাভাবিক রয়েছে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি এবং আটার মতো ভোগ্যপণ্যের দাম। নাজিরশাইল (উৎস) ৬৫ টাকা, নাজিরশাইল ৬০ টাকা, মিনিকেট ৫৫, স্বর্ণা ৪২, বি-২৮, বি-২৯ এবং বি-৪৫ বিক্রি হচ্ছে ৪০ টাকা করে। ৫ টাকা কমে কাটারিভোগ বিক্রি হচ্ছে ৯৫ টাকা করে। চিনিগুঁড়া ৯০ টাকা (খোলা) ১০০ টাকা (প্যাকেট)। মদিনা রাইস এজেন্সির স্বত্বাধীকারী মো. আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাজারে নতুন চাল এলেই খুচরা বাজারেও দাম কমবে। কারণ এই সময়ে অন্যান্যবার মোটা চালের দাম সাধারণত একটু কম থাকে। এবার কমেনি। অন্যদিকে স্থিতিশীল রয়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি, দেশি ২৪০ থেকে ৩০০ টাকা। এ ছাড়া ডাল (দেশি) ৯০ টাকা, ভারতীয়টা ৬০ টাকা, পিয়াজ ৫০ টাকা, রসুন ৮০ টাকা, আদা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শিরোনাম
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন
- মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা সিলেটে যাচ্ছেন কাল
- চিঠিতে সই ট্রাম্পের, ১২ দেশের ওপর আসছে নতুন শুল্ক
নতুন আলুর কেজি ১০০ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর