শীতের সবজিতে ভরে উঠছে বাজার। নতুন আলু, শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা, টমেটো, গাজর এখন সব দোকানেই মিলছে। ব্যবসায়ীরা বলছেন, এখন সারা বছরই প্রায় সব ধরনের সবজি পাওয়া গেলেও ক্রেতাদের কাছে শীতকালীন সবজির গুরুত্ব ও চাহিদা আলাদা। আর বাজারে শীতের সবজির সরবরাহ থাকায় ক্রেতারাও চাহিদা মতো কিনতে পারছেন। দামও হাতের নাগালে। তবে কমেনি নতুন আলুর দাম। এখনো প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১০০ টাকা করে। গতকাল রাজধানীর সেগুনবাগিচা কাঁচাবাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজিতে বাজার ভরে গেছে। প্রায় সব ধরনের সবজিতে ১০ থেকে ১৫ টাকা দাম কমেছে। ফুলকপি ২৫ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, লাউ আকার অনুযায়ী বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। গত সপ্তাহ থেকে ১০ টাকা কমে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৩০ টাকায়। ওলকপির কেজিতেও কমেছে ১০ টাকা করে। গত সপ্তাহে ওলকপি বিক্রি হয়েছে ৬০ টাকা করে, গতকাল ছিল ৫০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ৭০ টাকা প্রতি কেজি। জাতভেদে প্রতি কেজি বেগুনের দাম ২০ থেকে ৫০ টাকা। এ ছাড়া পটল ৩০ টাকা, করলা ৫০ টাকা, কচুরমুখী ৩০ টাকা, কাঁচাকলা বিক্রি হচ্ছে হালি প্রতি ২০ টাকায়। সবজির দাম কিছুটা কমায় খুশি ক্রেতারা। গৃহিণী মমতাজ বেগম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত কয়েকদিনের তুলনায় দাম কমেছে। এবার বাজারে দেরিতে সবজি আসায় দামও কমছে দেরিতে। তবে কিছুদিন পরে আরও কমবে। আর বিক্রেতারা জানিয়েছেন, শুরুর দিকে দাম কিছুটা বাড়তি হলেও এখন সবজির সরবরাহ বেশি হওয়ায় দামও কমতে শুরু করেছে। শীত যত বাড়বে সরবরাহ আরও বাড়বে, তখন দামও তত কমবে। স্বাভাবিক রয়েছে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি এবং আটার মতো ভোগ্যপণ্যের দাম। নাজিরশাইল (উৎস) ৬৫ টাকা, নাজিরশাইল ৬০ টাকা, মিনিকেট ৫৫, স্বর্ণা ৪২, বি-২৮, বি-২৯ এবং বি-৪৫ বিক্রি হচ্ছে ৪০ টাকা করে। ৫ টাকা কমে কাটারিভোগ বিক্রি হচ্ছে ৯৫ টাকা করে। চিনিগুঁড়া ৯০ টাকা (খোলা) ১০০ টাকা (প্যাকেট)। মদিনা রাইস এজেন্সির স্বত্বাধীকারী মো. আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাজারে নতুন চাল এলেই খুচরা বাজারেও দাম কমবে। কারণ এই সময়ে অন্যান্যবার মোটা চালের দাম সাধারণত একটু কম থাকে। এবার কমেনি। অন্যদিকে স্থিতিশীল রয়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি, দেশি ২৪০ থেকে ৩০০ টাকা। এ ছাড়া ডাল (দেশি) ৯০ টাকা, ভারতীয়টা ৬০ টাকা, পিয়াজ ৫০ টাকা, রসুন ৮০ টাকা, আদা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শিরোনাম
- শাহজালালে অগ্নিকাণ্ড : রফতানিকারকদের ৬ দাবি
- এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ যথেষ্ট নয় : এ্যানী
- রোবট, এআই, ও বৈদ্যুতিক গাড়ি, সব এক মঞ্চে ‘ফিক্স ২০২৫’ প্রযুক্তি মেলায়
- মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে প্রবেশে নির্দেশনা
- ৩৮ বছর বয়সে অভিষেক হলো আফ্রিদির
- ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি
- কমলাপুর স্টেশনে ছুরি হাতে ভাইরাল সেই যুবক গ্রেফতার
- বলিউডে কার আয় কত? অভিনেত্রীদের পারিশ্রমিক তালিকা প্রকাশ
- যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে ছিনতাই
- শাহজালালে অগ্নিকাণ্ড : তিন দিনের বিশেষ ফ্লাইটের চার্জ মওকুফ
- মাত্র দুই সপ্তাহে ৫০০ কোটির মাইলফলক ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’র
- ভুল রায়ে ৪৩ বছর কারাভোগ, এবার ভারতে নির্বাসন
- হাসিনা-কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শুরু
- শ্রীলঙ্কার বিপক্ষে নিগারদের বাঁচা-মরার লড়াই আজ
- মানসম্মত তথ্য খুবই গুরুত্বপূর্ণ: নারায়ণগঞ্জ ডিসি
- পর্নোগ্রাফির সঙ্গে জড়িত বাংলাদেশি যুগল গ্রেফতার
- হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার মাইটিভির সাথী-তৌহিদ
- মাইক দিয়ে মানসিক ভয় দেখাচ্ছে থাই বাহিনী, জাতিসংঘে চিঠি কম্বোডিয়ার
- হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে ছেলেসহ হাজী সেলিম
- বিইউপির সাবেক শিক্ষার্থীকে গণধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার
নতুন আলুর কেজি ১০০ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর