শীতের সবজিতে ভরে উঠছে বাজার। নতুন আলু, শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা, টমেটো, গাজর এখন সব দোকানেই মিলছে। ব্যবসায়ীরা বলছেন, এখন সারা বছরই প্রায় সব ধরনের সবজি পাওয়া গেলেও ক্রেতাদের কাছে শীতকালীন সবজির গুরুত্ব ও চাহিদা আলাদা। আর বাজারে শীতের সবজির সরবরাহ থাকায় ক্রেতারাও চাহিদা মতো কিনতে পারছেন। দামও হাতের নাগালে। তবে কমেনি নতুন আলুর দাম। এখনো প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১০০ টাকা করে। গতকাল রাজধানীর সেগুনবাগিচা কাঁচাবাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজিতে বাজার ভরে গেছে। প্রায় সব ধরনের সবজিতে ১০ থেকে ১৫ টাকা দাম কমেছে। ফুলকপি ২৫ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, লাউ আকার অনুযায়ী বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। গত সপ্তাহ থেকে ১০ টাকা কমে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৩০ টাকায়। ওলকপির কেজিতেও কমেছে ১০ টাকা করে। গত সপ্তাহে ওলকপি বিক্রি হয়েছে ৬০ টাকা করে, গতকাল ছিল ৫০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ৭০ টাকা প্রতি কেজি। জাতভেদে প্রতি কেজি বেগুনের দাম ২০ থেকে ৫০ টাকা। এ ছাড়া পটল ৩০ টাকা, করলা ৫০ টাকা, কচুরমুখী ৩০ টাকা, কাঁচাকলা বিক্রি হচ্ছে হালি প্রতি ২০ টাকায়। সবজির দাম কিছুটা কমায় খুশি ক্রেতারা। গৃহিণী মমতাজ বেগম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত কয়েকদিনের তুলনায় দাম কমেছে। এবার বাজারে দেরিতে সবজি আসায় দামও কমছে দেরিতে। তবে কিছুদিন পরে আরও কমবে। আর বিক্রেতারা জানিয়েছেন, শুরুর দিকে দাম কিছুটা বাড়তি হলেও এখন সবজির সরবরাহ বেশি হওয়ায় দামও কমতে শুরু করেছে। শীত যত বাড়বে সরবরাহ আরও বাড়বে, তখন দামও তত কমবে। স্বাভাবিক রয়েছে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি এবং আটার মতো ভোগ্যপণ্যের দাম। নাজিরশাইল (উৎস) ৬৫ টাকা, নাজিরশাইল ৬০ টাকা, মিনিকেট ৫৫, স্বর্ণা ৪২, বি-২৮, বি-২৯ এবং বি-৪৫ বিক্রি হচ্ছে ৪০ টাকা করে। ৫ টাকা কমে কাটারিভোগ বিক্রি হচ্ছে ৯৫ টাকা করে। চিনিগুঁড়া ৯০ টাকা (খোলা) ১০০ টাকা (প্যাকেট)। মদিনা রাইস এজেন্সির স্বত্বাধীকারী মো. আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাজারে নতুন চাল এলেই খুচরা বাজারেও দাম কমবে। কারণ এই সময়ে অন্যান্যবার মোটা চালের দাম সাধারণত একটু কম থাকে। এবার কমেনি। অন্যদিকে স্থিতিশীল রয়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি, দেশি ২৪০ থেকে ৩০০ টাকা। এ ছাড়া ডাল (দেশি) ৯০ টাকা, ভারতীয়টা ৬০ টাকা, পিয়াজ ৫০ টাকা, রসুন ৮০ টাকা, আদা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শিরোনাম
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
নতুন আলুর কেজি ১০০ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর