মঙ্গলবার, ১৪ মে, ২০১৯ ০০:০০ টা

চসিকের উচ্ছেদ অভিযানে হামলা, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পুলিশের  ওপর হামলা এবং চারটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। গতকাল বিকালে নগরীর বায়েজিদ থানার শেরশাহ কলোনি এলাকায় সড়কের ওপর অবৈধভাবে  গড়ে ওঠা বাংলা বাজার উচ্ছেদ অভিযান চলাকালে অবৈধ দখলদালরা এ হামলা করে। আহত হন পুলিশের উপ-পরিদর্শক মজিবুর রহমান এবং চালক শাহ আলিম। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয় বলে জানা যায়। 

চসিক সূত্রে জানা যায়, বায়েজিদের শেরশাহ কলোনি এলাকার সড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠে বাংলাবাজার। গতকাল উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে অবৈধ দখলদাররা হামলা করে। হামলায় একজন পুলিশ আহত এবং চসিকের চারটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অবৈধ বাজার উচ্ছেদ করা হয়।  

চসিকের ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আবু জাফর চৌধুরী বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে হামলায় অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ম্যাজিস্ট্রেট তিনজনকে তাৎক্ষণিকভাবে দুই মাসের কারাদ  প্রদান করেন এবং অপর তিনজনকে বায়েজিদ থানায় সোপর্দ করা হয়।’

সর্বশেষ খবর