বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯ ০০:০০ টা

বিএনপির কমিটি বাতিল দাবিতে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়ে কার্যালয়ের তালা দিয়েছেন বিক্ষুব্ধ কর্মীরা। পরে বাইরে কার্যালয়ের বাইরে অগ্নিসংযোগ করেন তারা। গত রাত প্রায় পৌনে ৮টার সময় বিএনপির কর্মীরা ‘গোলাম মোহাম্মদ সিরাজকে মানি না’ বলে স্লোগান এবং জেলা বিএনপির কার্যালয়ের কলাপসিবল গেটে তিনটি তালা ঝুলিয়ে দেন। তালা দেওয়ার পর আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়ে বিএনপি কার্যালয়ের সামনে কাগজ, খড়কুটো ও কাঠে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ কর্মীরা। এর কিছু পরে ঘটনাস্থলে বিক্ষোভ প্রদর্শন করেন পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন পসারী হিরু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু, শফিকুল ইসলাম শফিক, যুবদল নেতা ফারুকুল ইসলাম ফারুক, মাসুদ রানা মাসুদ, মাহবুব হাসান লেমন, তৌহিদুল ইসলাম বিটুসহ কয়েকজন ছাত্রদল নেতা।

এ ঘটনার আগে বগুড়ার সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলালকে যুগ্ম-আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটি এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। এই আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও জেলা বিএনপির কার্যালয়ে তালা দিলেন বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা।

সর্বশেষ খবর