Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ১৬ জুন, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৫ জুন, ২০১৯ ২৩:১৫

সিলেটের ট্রাক শ্রমিক টাঙ্গাইলে খুন, পরিবহন ধর্মঘটের হুমকি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের ট্রাক শ্রমিক টাঙ্গাইলে খুন, পরিবহন ধর্মঘটের হুমকি

সিলেটের ট্রাক শ্রমিক রায়হান আহমদ চৌধুরীকে টাঙ্গাইলে ‘পরিকল্পিতভাবে খুনের’ প্রতিবাদে আন্দোলনে নেমেছে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। গতকাল বিকালে সিলেট নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে ওই হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের শ্রমিকরা। রায়হান হত্যার ঘটনায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিহতের পরিবারের মামলা এবং জড়িতদের গ্রেফতার করা না হলে পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছেন তারা। সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য আলী আহমদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাকন মিয়া, জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক সাব্বীর আহমদ ফয়েজ, ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমীর উদ্দিন, নিহত রায়হানের ভাই আমান আহমদ চৌধুরী, চাচা উকিল আহমদ চৌধুরী প্রমুখ।


আপনার মন্তব্য