রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অলঙ্কার মেরামতকারী মো. ইউনুস সরকার (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে মীরহাজিরবাগ এলাকায় বায়তুল আমান জামে মসজিদসংলগ্ন সাথী জুয়েলার্স নামে একটি অলঙ্কার দোকানের সামনে এ ঘটনা ঘটে। ইউনুস কুমিল্লার দেবিদ্বার থানার হোসেনপুর গ্রামের দিলু সরদারের ছেলে। তিনি মীরহাজিরবাগ এলাকার আফতাব উদ্দীনের বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। নিহতের ভাগ্নে আনিস জানান, মীরহাজিরবাগ এলাকায় সাথী জুয়েলার্স দোকানে কাজ করতেন ইউনুস। মঙ্গলবার রাত আড়াইটার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় ফিরছিলেন। দোকানের সামনেই তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি ইউনুসের বুকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি এক মেয়ের জনক ছিলেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে মীরহাজিরবাগ বায়তুল আমান মসজিদসংলগ্ন দোকান বন্ধ করার সময় কে বা কারা ইউনুসকে ছুরিকাঘাত করে। ঢামেক হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। ধারণা করা হচ্ছে, ইউনুস কোনো ছিনতাইকারীর কবলে পড়ে থাকতে পারেন। আমরা খুনিদের গ্রেফতারে মাঠে নেমেছি।