সোমবার, ১৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

৫৫ হজ এজেন্সিকে সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

হজে গমনেচ্ছু অনেকের বাড়ি ভাড়া, ভিসা প্রসেসিং ও পে-অর্ডারসহ অন্য কার্যক্রম সম্পন্ন না করায় ৫৫ হজ এজেন্সিকে সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়। এসব এজেন্সির তিন শতাধিক হজযাত্রীর ভিসা হয়নি। গত শনিবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে শুনানিকালে যুগ্মসচিব (হজ) এবিএম আমিন উল্লাহ নুরী তাদের সতর্ক করেন। একই সঙ্গে, আজকের মধ্যে হজ ব্যবস্থাপনা শতভাগ সম্পন্ন করতে এসব এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়। গতকাল রবিবার পর্যন্ত ৮০ হাজার ২৭৬ জন হজযাত্রীর অনলাইন ভিসা ইস্যু হয়েছে। এ ছাড়া গতকাল পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ৯৯৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম বলেন, যেসব এজেন্সির ভিসাসহ আনুষঙ্গিক কাজ বাকি আছে তাদের ডেকে জানতে চাওয়া হয়েছে  কেন শতভাগ কাজ সম্পন্ন হয়নি। হজ ব্যবস্থাপনা শতভাগ করতে তাদের আজ (১৫ জুলাই) পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তিনি বলেন, এখনো সব হাজীর বাড়ি ভাড়া, পে-অর্ডার ও ভিসা নিশ্চিত করেনি এমন ৫৫টি হজ এজেন্সিকে ডেকে সতর্ক করে দেওয়া হয়।

হজ ভিসা ইস্যু ৮০,২৭৬ : চলতি বছর প্রথমবারের মতো অনলাইনে হজ ভিসা ইস্যু করছে সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। এ বছর বাংলাদেশ  থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজে যাবেন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ৮০ হাজার ২৭৬ জন হজযাত্রীর অনলাইন ভিসা ইস্যু হয়েছে। ইতিমধ্যে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা  শেষে ১ লাখ ২০ হাজার ১৯৪ জন হজযাত্রী স্বাস্থ্যসনদ পেয়েছেন। হজ ক্যাম্প, ঢাকার পরিচালক সাইফুল ইসলাম জানান, সৌদি সরকারের অনলাইনে ভিসা প্রদান সার্ভারে জটিলতার কারণে ভিসা ইস্যু কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে নির্ধারিত হজ ফ্লাইটের আগেই হজযাত্রীরা ভিসা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

সর্বশেষ খবর