সোমবার, ২৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পূর্বাচলের উন্মুক্ত জায়গায় পিপিপিতে ভবন নির্মাণের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে পরিবেশ রক্ষায় যেসব জায়গা উন্মুক্ত রাখা হয়েছিল, সে সব জায়গায় পিপিপির (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) ভিত্তিতে বহুতল ভবন নির্মাণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ছাড়া পূর্বাচল প্রকল্পে মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক ক্যাবল স্থাপনের বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে পূর্বাচল প্রকল্পের ১৯ নম্বর সেক্টরের  সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট (সিবিডি) এলাকায় ‘আইকন টাওয়ার’ নির্মাণ কার্যক্রম পর্যালোচনার বিষয়ে কমিটিকে জানানো হয়, ‘আইকন টাওয়ার’-এর প্রিলিমিনারি মাস্টারপ্ল্যান পর্যালোচনার জন্য একটি কারিগরি কমিটি গঠনের প্রস্তাব প্রক্রিয়াধীন আছে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে টাওয়ারের লে-আউট প্ল্যানসহ ডিটেইল ড্রয়িং-ডিজাইন চূড়ান্ত করা হবে। এ ছাড়া কমিটি সমুদ্রের পানি দূষণ রোধে কক্সবাজারে অবস্থিত হ্যাচারির দূষিত পানি পাইপের মাধ্যমে সমুদ্রে ফেলা বন্ধ করাসহ আবাসিক হোটেলের টয়লেটের ময়লাসহ নগরীর সব আবর্জনা সাগরে ফেলা বন্ধ করতে কক্সবাজারে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার নির্দেশনা দেয়। সংসদ ভবনের কেবিনেট কক্ষে গতকাল অনুষ্ঠিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এসব সুপারিশ করা হয়।

 বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কমিটির সদস্য বজলুল হক হারুন, মো. জিল্লুল হাকিম, আনোয়ারুল আশরাফ খান, সৈয়দা জোহরা আলাউদ্দিন, ফরিদা খানম বৈঠকে অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর