মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গুর জন্য বিদ্যালয় বন্ধ করা হবে না : নওফেল

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সোশ্যাল মিডিয়ার কথা শুনে আমরা রাষ্ট্র চালাব না। ডেঙ্গুর জন্য বিদ্যালয় বন্ধ করা হবে না। বরং শিক্ষার্থীদের জন্য বাসাবাড়ির চেয়ে বিদ্যালয়ই নিরাপদ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগে ম্যালেরিয়া বড় চ্যালেঞ্জ ছিল। সেটি আমরা মোকাবিলা করেছি। ডেঙ্গুও মুক্ত হবে। বিদ্যালয়ে শিক্ষার্থীরা এখনো ভালো আছে। ডেঙ্গুর জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে না।

 আয়োজক সংগঠনের সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবির আহমেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিআরইউ কল্যাণ সম্পাদক কাওসার আজম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর