বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নামিদামি ব্র্যান্ডে নকল ওষুধ বিক্রি!

নিজস্ব প্রতিবেদক

নামিদামি বিদেশি ব্র্যান্ডের নকল ওষুধ বাজারজাত করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদ  দেওয়া হয়। গতকাল দুপুরে রাজধানীর হাতিরপুলে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযানে সিলভেন ট্রেডিং নামের প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলমকে ২০ লাখ টাকা জরিমানা ও দুই বছরের কারাদ  দেওয়া হয়। একই সঙ্গে তার সহকারী নুরুল ইসলামকেও ছয় মাসের কারাদ  দেওয়া হয়। একই অভিযানে টোটাল ফার্মা নামে আরও একটি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ৫ কোটি টাকার নিম্নমানের ও নকল ওষুধ জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘নিম্নমানের ওষুধ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করে ব্যবসা করা হচ্ছে এমন অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। পরে এর সত্যতাও পাওয়া যায়।’ এদিকে ওয়ারীর নবাবপুরে পৃথক অভিযানে দুটি কারখানার চারজনকে দুই মাস করে কারাদ  দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

 তাদের বিরুদ্ধে অভিযোগ, বিএসটিআই লাইসেন্স ছাড়াই বিআরবি, বিএসবি, বিজলী, পলি কেবলসসহ বিভিন্ন নামে নকল কেবল বাজারজাত করে আসছিলেন। এসব নকল কেবল কারখানায় অভিযান পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। এ সময় প্রায় ১৫ লাখ টাকার ১৫ বস্তা নকল তার ধ্বংস করা হয়।

সর্বশেষ খবর