বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৩ লাখ সদস্য

বিশেষ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজায় সারা দেশে ৩১ হাজার ১০০টি পূজাম প হবে। এসব মণ্ডপের নিরাপত্তায় প্রায় সাড়ে ৩ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে নিয়োজিত রাখা হবে। গতকাল সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা-সংক্রান্ত এক সভা শেষে মন্ত্রী এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এবার কমপক্ষে এক হাজার পূজাম প- বাড়বে। ঢাকা মহানগরীতে গত বছরের তুলনায় ২৩৭টি পূজাম প- বাড়ছে। পূজাম পগুলোর আশপাশে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। যেখানে বিদ্যুৎ আছে সেখানের ম-পে সিসি ক্যামেরা স্থাপনের জন্য বলা হয়েছে। এ ছাড়া হ্যান্ড মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে স্থাপনের জন্যও বলা হয়েছে। দুর্গাপূজায় বিঘœ সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের অশুভ তৎপরতা রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এজন্য গোয়েন্দা সংস্থাসহ আমরা সবাই সজাগ থাকব।

প্রতিটি পূজাম পে স্থানীয়দের সমন্বয়ে একটি আইনশৃঙ্খলা কমিটি থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, স্বেচ্ছাসেবক থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তারা সমন্বয় করে কাজ করবে। এবার পূজাম পে মহিলা স্বেচ্ছাসেবকও থাকবে। স্থানীয় বখাটেরা যেন পূজাম পে নারীদের উত্ত্যক্ত করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ স্বেচ্ছাসেবকরা প্রস্তুত থাকবে।

সর্বশেষ খবর