মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভাড়া নিয়ে বাস ভাঙচুর ঢাবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে রাজধানীর শাহবাগে ট্রান্স সিলভা পরিবহনের একটি বাস ভাঙচুর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। বাসের চালক ও তার সহকারী এখন শাহবাগ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। গতকাল রাত পৌনে ৯টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরসংলগ্ন ওভারব্রিজের নিচে এই ঘটনা ঘটে। পুলিশের দায়িত্বে বাসটি এখন জাতীয় জাদুঘরের সামনে রাখা আছে। তবে তাৎক্ষণিক জড়িত শিক্ষার্থীদের নাম জানা সম্ভব হয়নি।

বাসের চালক মো. মিজান বলেন, ‘শাহবাগে যাওয়ার উদ্দেশে সোহরাওয়ার্দী কলেজ গেট থেকে বাসে ওঠেন এক ছাত্র। এই দূরত্বের জন্য আমরা যাত্রীদের কাছ থেকে ২০ টাকা ভাড়া নিই। কিন্তু ওই ছাত্র হাফ ভাড়া দিতে চান। ভাড়া উঠানোর দায়িত্বে থাকা বাসের হেলপার তানজিম সিদ্দিকী তাকে শুধু দুইবার বলেন যে হাফ ভাড়া হবে না। এর জেরে বাসটি শাহবাগে পৌঁছাতেই জাতীয় জাদুঘরসংলগ্ন ওভারব্রিজের নিচে আরও বেশ কয়েকজন ছাত্র এসে ভাঙচুর চালায়।’

সর্বশেষ খবর