শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শিক্ষক লাঞ্ছিত ও ছাত্রী ধর্ষণ ঘটনার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মু. আলী আসগরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মৌন মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. শামসুজ্জোহা চত্বরে ‘দুর্নীতির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়’ ব্যানারে প্রগতিশীল শিক্ষক সমাজের একাংশ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এদিকে রাবির এক ছাত্রী ধর্ষণে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি এবং বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের দাবি জানিয়েছে শাখা ছাত্রলীগ। মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যাপক মু. আলী আসগর নিজ বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের বিরুদ্ধে হাই কোর্টে রিট করেছিলেন। উচ্চ আদালত সেই নিয়োগ বাতিল করে। এ বিষয় নিয়ে অধ্যাপক মো. খাইরুল ইসলাম তাকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় অধ্যাপক আসগর থানায় জিডি করেন। এরই ধারাবাহিকতায় তাকে লাঞ্ছিত করা হয়। আমাদের দাবি অধ্যাপক খাইরুল ইসলামের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। মানববন্ধনে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এস এম এক্রাম উল্যাহ, অর্থনীতি বিভাগের অধ্যাপক ইলিয়াছ হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সোলাইমান চৌধুরী, শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে শামসুজ্জোহা চত্বর থেকে একটি মৌন মিছিল বের হয়। প্রসঙ্গত, বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অফিসে অধ্যাপক মু. আলী আসগরকে বিভাগের আরেক অধ্যাপক খাইরুল ইসলাম শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।

রাবি ছাত্রী ধর্ষণে অভিযুক্তদের শাস্তি দাবি ছাত্রলীগের : এদিকে রাবির এক ছাত্রী ধর্ষণে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি এবং বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস বলেন, সামাজিকভাবে আমাদের আরও সচেতন হতে হবে। বন্ধু নির্বাচনেও মেয়েদের সচেতন হতে হবে। ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, আমরা ধর্ষণের বিচার এবং ধর্ষককে বহিষ্কারের দাবি জানাচ্ছি। মানববন্ধনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহসভাপতি হাবিবুল্লাহ নিক্সন ও কাজী লিংকন, সাংগঠনিক সম্পাদক এনায়েত রাজু, সাংস্কৃতিক সম্পাদক রবিউল সরকার রুবেল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর