শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

জুমার নামাজে উপস্থিতি সীমিত রাখার আহ্বান

প্রতিদিন ডেস্ক

প্রাণসংহারী  নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার সারা দেশের মানুষকে ঘরে থাকার নির্দেশনা দেওয়ার পর জুমার নামাজে উপস্থিতি সীমিত রাখার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ভাইরাসের সংক্রমণ এড়াতে গোটা দেশে সাধারণ ছুটি শুরুর পর জুমার নামাজের আগের দিন গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ আহ্বানের কথা জানানো হয়। এতে বলা হয়, ‘করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের বিশিষ্ট আলেম-ওলামাদের পরামর্শ অনুযায়ী আগামীকালের (আজকের) জুমাসহ সব জামাতে সম্মানিত মুসল্লিগণের উপস্থিতি সীমিত রাখার এবং ভাইরাস সংক্রমণ হতে সুরক্ষা নিশ্চিত না হয়ে মসজিদে গমন না করার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের।’

দেশের বিশিষ্ট আলেম-ওলামাদের পরামর্শ অনুযায়ী এ বার্তা পাঠানোর কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সর্বশেষ খবর