রবিবার, ১১ জুলাই, ২০২১ ০০:০০ টা

১ কোটি ফুট চামড়া রপ্তানির অনুমতি পেল ৫ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

কোরবানির ঈদের আগে শর্তসাপেক্ষে ১ কোটি বর্গফুট পশম ছাড়া পচনরোধী (ওয়েট ব্লু) চামড়া রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। ৫টি প্রতিষ্ঠানকে ২০ লাখ বর্গফুট করে রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। রপ্তানির অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে লেদার কমপ্লেক্স, এএসকে ইনভেস্টমেন্ট, কালাম ব্রাদার্স, ইউনিট-২ এবং আমিন ট্যানারি। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, গত জুন মাসে বিভিন্ন সময় এসব কোম্পানিকে শর্তসাপেক্ষে চামড়া রপ্তানির অনুমতি দেওয়া হয়।

তারা শুধুমাত্র ওয়েট ব্লু চামড়া রপ্তানি করতে পারবে। রপ্তানির এই অনুমোদন ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। তবে মন্ত্রণালয় চাইলে যে কোনো সময় সুযোগ বন্ধ করতে পারবে।

সর্বশেষ খবর