পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুম খান রাজকে আলোচিত মাদক ক্রিস্টাল মেথ আইসসহ আটক করেছে র্যাব।
গত শনিবার রাতে র্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে ওদনকাঠী এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস মাদক উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা। আটক মাসুম সদর উপজেলার টোনা ইউনিয়নের মৃত মতিউর রহমানের ছেলে। এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, পিরোজপুর সদর উপজেলার ওদনকাঠী এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় র্যাব। এ সময় মাসুম খানকে আটক করা হয়। মাসুম খানের দেহ তল্লাশি করে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস মাদক পাওয়া যায়। এ ঘটনায় র্যাবের ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে মাসুম খান রাজকে আসামি করে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু জানান, আটক মাসুম খানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কেউ দলের ভাবমূর্তি নষ্ট করলে তাকে সংগঠনে রাখা হবে না।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        