বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

ভোক্তাপর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য ১ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য নির্ধারণের এই আদেশ দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে প্রতিকেজি এলপিজির খুচরা মূল্য ৮৬ টাকা ৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী সাড়ে ৫ কেজি, ১২ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি বা অন্যান্য ওজনের সিলিন্ডারগুলোর মূল্য নির্ধারিত হবে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য আগের মতোই ৫৯১ টাকা থাকবে। এ ছাড়া গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৫০ টাকা ৫৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই দাম আজ থেকেই কার্যকর হবে। ভার্চুয়াল এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল, সদস্য মকবুল-ই ইলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, বজলুর রহমান, কামরুজ্জামান ও সচিব রুবিনা ফেরদৌসী প্রমুখ।

সর্বশেষ খবর