বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

মিরপুরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। ওই ঘটনায় দগ্ধ রেণুু বেগম (৩৫) গতকাল ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যে ভবনে আগুন লেগেছিল, তার পাশের বাড়িতে ভাড়া থাকতেন তিনি। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. আইয়ুব হোসেন জানান, রেণুুর শরীরের ৩৮ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ভবন মালিক রফিকুল ইসলামের মা রওশন আরা বেগম (৭০), ভাই শফিকুল ইসলাম (৩৫), বোন রিনা বেগম (৫০) এবং পথচারী সাজ্জাদ হোসেন সুমন (৪০)। বার্ন ইনস্টিটিউটে এখনো চিকিৎসাধীন আছেন-বাড়ির ভাড়াটিয়া নাজনীন আক্তার (২৫), তার মেয়ে নওশীন (৫)।

তাদের মধ্যে নাজনীনের শরীরের ২৭ শতাংশ ও শিশু নওশীনের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। গত ২৫ আগস্ট রাত ১ টায় মিরপুর-১১ নম্বরের সি-ব্লকের ১১ নম্বর রোডের একটি বাসায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

সর্বশেষ খবর