শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

মেট্রোরেলের মালামাল চুরি করে বিক্রি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরি করে বিভিন্ন ভাঙারির দোকানে বিক্রি চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়ারা হলেন চক্রের প্রধান দেলোয়ার হোসেন, দুলাল হোসেন, হাসমত বেপারী, রবিন ও আনোয়ার হোসেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মেট্রোরেলের কাজে ব্যবহৃত ১ টন ৩৫৪ কেজি চোরাই মালামাল ও তিনটি ট্রাক জব্দ করা হয়। গত বৃহস্পতিবার রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিরপুর বিভাগের এডিসি মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পল্লবীর সিরামিক রোড এলাকা থেকে দুলাল নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ চক্রের প্রধান দেলোয়ার হোসেনসহ বাকিদের গ্রেফতার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে লোহা ও ইস্পাতের এক টনের বেশি সরঞ্জাম উদ্ধার করা হয়। এ চক্রের সঙ্গে আরও কেউ সংশ্লিষ্ট আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর শাহ আলী এলাকা থেকে মেট্রোরেলের মালামাল চুরির অপরাধে ১১ সদস্যকে গ্রেফতার করেছিল র‌্যাব-৪। এ নিয়ে মোট ১৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-পুলিশ।

সর্বশেষ খবর