সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ট্যুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

ট্যুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজন ও বর্ণিল নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চার দিনব্যাপী এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। এ সময় সুগন্ধা থেকে লাবণী বিচ পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালির উদ্বোধন করবেন। ১১ নভেম্বর কক্সবাজারে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। গতকাল পুলিশ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকদের নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ ইউনিট গঠন করা হয়েছে। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার, আলোচনা সভা, লাবণী বিচে ফানুস উড়ানো, লাইট শো ও আতশবাজি। এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের প্রধান ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারকে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে তুলে ধরতে চাই। ইতিমধ্যেই পর্যটকদের বিশ্বমানের সেবা ও নিরাপত্তা প্রদানের মাধ্যমে তাদের আস্থা অর্জনে ট্যুরিস্ট পুলিশ সক্ষম হয়েছে।

প্রসঙ্গত. দেশি-বিদেশি পর্যটকদের বিশ্বমানের পর্যটনসেবা ও নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে ২০১৩ সালের ৬ নভেম্বর ট্যুরিস্ট পুলিশ গঠিত হয়।

সর্বশেষ খবর