শিরোনাম
রবিবার, ৫ জুন, ২০২২ ০০:০০ টা
মানববন্ধনে বক্তারা

দেশের মানুষের অবস্থান শালীনতার পক্ষে

নিজস্ব প্রতিবেদক

শালীনতা ও সভ্যতার পক্ষেই সবসময় এ দেশের মানুষ এবং তাদের অবস্থান বলে জানিয়েছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’। সম্প্রতি নরসিংদী রেলস্টেশনে একজন নারীকে অশালীন পোশাকের কারণে সামাজিক দায়বদ্ধতা থেকে কথা বলা আরেক নারীর বিষয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেছেন ‘কলরব’ সংশ্লিষ্টরা। গতকাল জাতীয় প্রেস ক্লাব চত্বরে কলরবের পক্ষ থেকে ‘নরসিংদী রেলস্টেশনে সংঘটিত ঘটনায় আমাদের অবস্থান, এসো গাই শালীনতার জয়গান’ শীর্ষক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।কলরবের প্রধান পরিচালক রশিদ আহমাদ ফেরদৌসের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন শাহ্ ইফতেখার তারিক, মুফতি সাঈদ আহমাদ, মুহাম্মদ বদরুজ্জামান, আবু রায়হান, ইলিয়াস হাসান, ইয়াসিন হায়দার, সাঈদুজ্জামান নূর, ইলিয়াস আমিন, ওমর আবদুল্লাহ, হোসাইন আদনান, তাওহীদ জামিল, সালমান সাদী, আবির হাসান ও ইমরানুল ফারহানসহ কলরবের শিল্পীরা। বক্তারা বলেন, বাংলাদেশ একটি বহুমুখী সংস্কৃতির দেশ হলেও এ দেশের সভ্যতা শালীনতা এবং ধর্মীয় কালচার যুগ যুগ ধরে স্বীকৃত। এ দেশের মানুষ পোশাকের ক্ষেত্রে শালীন এবং ভদ্র পোশাককেই বেশি গ্রহণ করে থাকেন।

প্রত্যেকেই যার যার ব্যক্তিগত পোশাকের স্বাধীনতা ভোগ করতে পারেন- তবে ভিনদেশি, অশালীন এবং সামাজিকভাবে স্বীকৃত নয় এমন পোশাক এবং সংস্কৃতি কখনোই এ দেশের মানুষ গ্রহণ করেন না।

সর্বশেষ খবর