শিরোনাম
শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
মিরসরাইয়ে ড্রেজারডুবি

নিহত ৮ শ্রমিকের লাশ দাফন কাটাখালী গ্রামে

পটুয়াখালী প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে চট্টগ্রামের মিরসরাইয়ের ড্রেজারডুবির ঘটনায় নিহত আট শ্রমিকের লাশ দাফন করা হলো পটুয়াখালীর জৈনকাঠির কাটাখালী গ্রামের নিজ নিজ বাড়িতে। ওই গ্রামের বাসিন্দা শাহিন মোল্লা (৩৮) ও তারেক মোল্লার (৩২) লাশ গতকাল সকাল ৭টায় নামাজে জানাজা শেষে তাদের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। বৃহস্পতিবার বিকালে আলম সরদার (৩২) ও রাত ১০টায় বাশার হাওলাদারের (৩৫) লাশ তাদের নিজ নিজ বাড়িতে দাফন করা হয়। এর আগে এ চারজনের লাশ মিরসরাই থেকে অ্যাম্বুলেন্সযোগে পটুয়াখালী সদর উপজেলার  জৈনকাঠি ইউনিয়নে চর জৈনকাঠির কাটাখালী গ্রামে তাদের বাড়িতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকালে ইমাম মোল্লা (৩২),  মাহমুদ মোল্লা (৩২), আল আমিন (২৫) ও জাহিদ ফকিরের (২৮) লাশ দাফন করা হয়। নিহত আটজনের বাড়িই পটুয়াখালীর সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের চর জৈনকাঠির কাটাখালী গ্রামে।

 শাহিন মোল্লা, ইমাম মোল্লা, মাহমুদ মোল্লা, তারেক মোল্লা একই পরিবারের- পরস্পর চাচাতো ভাই। এর মধ্যে শাহিন মোল্লা ও ইমাম মোল্লা আপন দুই ভাই। পটুয়াখালীর কাটাখালী গ্রাম এখন শোকে স্তব্ধ। প্রসঙ্গত, গত সোমবার রাতে মিরসরাই উপজেলার শায়েরখালী ইউনিয়নে বঙ্গবন্ধু ইকোনমিক জোন সংলগ্ন সাগরে সৈকত-২ এন্টারপ্রাইজ নামের ড্রেজারটি ৮ শ্রমিকসহ ডুবে যায়। মঙ্গলবার বেলা ১২টার দিকে ভাটা শুরু হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সাগরে উদ্ধার অভিযানে নামে। একে একে নিখোঁজ আট শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর