রংপুরের গঙ্গাচড়ায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন এবং চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন গঙ্গাচড়া উপজেলার মৌভাষা বামটারি চরের মৃত মোজাম্মেল ওরফে মোজাম শেখের ছেলে মোঃ বুলবুল। তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ছালেহা বেগম নামে এক নারীকে হত্যার অপরাধে এই দণ্ড দেয়া হয়। মামলার অন্য চার আসামি মোজাম শেখের ছেলে মোঃ নুরুল আমিনকে এক বছর সশ্রম কারাদণ্ড, নুর আলমের স্ত্রী মোছাঃ আফরোজা বেগম, মোজা শেখের ছেলে লালমিয়া ও মোঃ নুর আলমকে ছয় মাস সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। মামলায় অপর তিন আসামিকে খালাস দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানাগেছে, বাদী মঞ্জুম আলীর পরিবারের সাথে পারিবারিক বিষয় নিয়ে আসামিদের বিরোধ চলছিল। ২০১৮ সালে ৯ মার্চ বাদীর বসত বাড়ির পশ্চিম পাশে থাকা টয়লেটে কাজ শেষ করে বাদীর ছেলে সাজু মিয়া বের হয়ে এলে আসামিরা সাজু মিয়াকে এলোপাথারী মারপিট করতে থাকলে মা ছালেহা বেগম ও তার আরেক ছেলে এগিয়ে এলে আসামিরা তাদেরকে মারপিট করে এবং আসামি বুলবুল ধারালো দা দিয়ে ছালেহা বেগমের মাথায় আঘাত করলে গুরুতর আহত অবস্থায় ছালেহা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন বিকালে তিনি মারা যান। পরে ছালেহা বেগমের স্বামী মোঃ মঞ্জুম আলী বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলা করেন। মামলায় ১৩ জন সাক্ষী দেন। সাক্ষ্য প্রমাণ শেষে এই রায় দেয়া হয়।
রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলে পিপি মোঃ আফতাব উদ্দিন এবং আসামী পক্ষে মোঃ আব্দুল হক প্রামাণিক মামলাটি পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/নাজমুল